মানিকগঞ্জে হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০৬ জানুয়ারি ২০২৩

মানিকগঞ্জে শহরে সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালের লিফট ছিঁড়ে নারীসহ সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার পৌর সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার পালরা গ্রামের মনোরা বেগম (৬৫), বেতিলা গ্রামের জহিরুল ইসলাম (২৫) ও সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের আয়েশা (২১)।

আহত জহিরুল ইসলাম ইসলাম জানান, ‘ডাক্তার দেখাতে রোগী নিয়ে দুপুরে মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালে আসি। নিচ তলা থেকে আমরা ৭-৮ জন ৩য় তলায় যাওয়ার জন্য লিফটে উঠি। ৩য় তলায় যাওয়ার সঙ্গে সঙ্গেই লিফট ছিঁড়ে পড়ে যাই। এতে কমবেশি সবাই আহত হই।’

মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালের ম্যানেজার মো. বাবুল আক্তার খান জানান, ‘লিফটটি সময় মতই সার্ভেসিং করি। কিন্তু কেন এমন হলো তা টেকনিশিয়ান না আসলে জানা যাবে না। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিয়েছি।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বি এম খোরশেদ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।