গাজীপুরে তালাবদ্ধ ঘরে মিললো মা-ছেলের মরদেহ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় তালাবদ্ধ ঘর থেকে রুবিনা (২২) নামে এক গৃহবধূ তার চার বছর বয়সী ছেলে জিহাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুবিনা শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের সিরাজ মিয়ার মেয়ে ও মুন্সিগঞ্জের বিক্রমপুর থানার ঝুমন মিয়ার স্ত্রী।
রুবিনার বাবা সিরাজ মিয়া জানান, পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর আগে ঝুমন ও রুবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা শ্রীপুরে বসবাস করে আসছিলেন। চারদিন আগে থেকে হঠাৎ রুবিনা ও তার ছেলে নিখোঁজ হয়। স্বজনরা তাদের খোঁজ করলে ঘর বাইরে থেকে তালাবদ্ধ পাওয়া যায়। এ অবস্থায় রুবিনার বোন সেলিনা শনিবার বিকেলে ওই ঘরের তালা ভেঙে দুজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্বজনদের দেওয়া তথ্যমতে ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। তারা এলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে।
এছাড়া এ ঘটনায় নিহত রুবিনার স্বামী ঝুমন মিয়াকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
মো. আমিনুল ইসলাম/এমআরআর/জেআইএম