ঐতিহ্যের ঘৌড়দৌড় দেখতে মানুষের ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ০৭ জানুয়ারি ২০২৩

ময়মনসিংহের মুক্তাগাছায় ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) বিকেলে পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ময়মনসিংহের বিভিন্ন উপজেলার পাশাপাশি রাজশাহী, নওগাঁ, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা ঘোড়া নিয়ে অংশ নেন।

ঐতিহ্যের ঘৌড়দৌড় দেখতে মানুষের ভিড়

প্রতিযোগিতায় তিন পর্বে কদম দৌড়, তিন পর্বে দাপট দৌড় ও শেষ পর্বে বিজয়ী ৩টি ঘোড়া নিয়ে চ্যাম্পিয়ন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যের ঘৌড়দৌড় দেখতে মানুষের ভিড়

মুক্তাগাছা পৌরসভার ১ম প্যানেল মেয়র মো. মনিরুজ্জামান দুদুর সভাপতিত্বে প্রতিযোগিতায় পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, নার ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলি, সমাজ সেবিকা মোছা. মরিয়ম বেগম, পৌরসভার প্যানেল মেয়র বলুর রশীদ, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা সেলিম সরকার, ওমর ফারুক ও রাশিদুল ইসলাম রাশেদ প্রমুখ বক্তব্য রাখেন।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।