পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মিজানুর রহমান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৭ জানুয়ারি ২০২৩
মিজানুর রহমান

পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের ডিআরএম এক্সপার্ট মিজানুর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভুগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. খ ম শরিফুল হুদার তত্ত্বাবধানে তিনি এ ডিগ্রি অর্জন করেন।

গত ৩ জানুয়ারি পিএইচডি ডিগ্রির ফলাফল প্রকাশিত হয়। এর আগে ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মিজানুর রহমান নওগাঁর বদলগাছী উপজেলার মধ্য ইসমাইলপুর গ্রামের মোখলেছার রহমানের ছেলে। তিনি এসএসসি সমমান পরীক্ষায় লেটারসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে এলএলবি (অনার্স), এমএসএস, বিএড (১ম শ্রেণি), এমএড, এমএফ, এমএম (প্রথম শ্রেণি) উত্তীর্ণ হন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশন বিভাগ থেকে পিজিডি ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, শিশু সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, সুশাসন, ন্যায়-বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তিনি দেশের দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবন যাত্রার মানোন্নয়নে ফিরোজা-মোখলেস মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা (ফিমোসাস), মাদরাসা, গণ-গ্রন্থাগার, দি হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, নিরেট ও এইচডিও একাডেমি প্রতিষ্ঠা করেন।

আরএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।