মাথায় খড়ি নিয়ে পার হচ্ছিলেন রেললাইন, ট্রেনের ধাক্কায় নিহত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩

পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রেনের ধাক্কায় আলতাব হোসেন (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাব উপজেলার পাকশী ইউনিয়নের পূর্ব বাঘইল গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে আলতাব খড়ি মাথায় নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে পাশেই ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক আল রাজী জাগো নিউজকে বলেন, রেললাইনের পাশে খড়ি কুড়াতে এসেছিলেন আলতাব। খড়ি মাথায় নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

শেখ মহসীন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।