কিশোরগঞ্জে ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৪১ এএম, ১০ জানুয়ারি ২০২৩

কিশোরগঞ্জ রেলস্টেশনে শরিফুল ইসলাম (৩০) নামে এক টিকিট কালোবাজারিকে আটক করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে তাকে আটক করে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। শরিফুল ইসলাম কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার (উপ-পরিচালক) মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রাজশাহীতে ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

তিনি বলেন, কিশোরগঞ্জ রেলস্টেশনে টিকেট কালোবাজারিরোধ ও কালোবাজারিদের আইনের আওতায় আনতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৩টি আসনের ১৪টি অগ্রিম টিকেটসহ শরিফুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে টিকেট বিক্রির এক হাজার টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, শরিফুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেলের টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।