ভোলায় হামলা : আ.লীগের চেয়ারম্যান প্রার্থী আহত, বিদ্রোহী প্রার্থী


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

ভোলা জেলা সদরের ধনিয়া ইউপি নির্বাচনের আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন কবিরের ওপর সোমবার রাতে হামলার ঘটনায় পুলিশ অপর দলীয় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সোহেব হোসেন মামুনকে আটক করেছে।

এ ঘটনায় মঙ্গলবার ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কয়েক মাস আগে কবির বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন। এবার তার দলীয় মনোনয়ন পাওয়ার বিষয় মেনে নিতে পারেননি স্থানীয় নেতাদের একটি গ্রুপ। ফলে দলীয় মনোনয়ন বঞ্চিত সোহেব হোসেন ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক হারুন হাওলাদার গ্রুপ কবিরকে মেনে নিতে পারছেন না।

ওই ইউনিয়ন থেকে এবার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৬ জন। এর মধ্যে বিএনপির কামরুল হাসান ও আওয়ামী লীগের কবির ছাড়া অপর ৪ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেও এদের কেউ কেউ  আওয়ামী লীগ পরিবারে সংশ্লিষ্ট ও প্রভাব বিস্তারকারী।

এরা হলেন, মো, সোহেব হোসেন, মো. সিহাব হোসেন, মাকসুদুর রহমান, নিজাম উদ্দিন।

এদিকে আহত এমদাদ হোসেন জানান, তিনি সোমবার রাতে ধনিয়া ইউনিয়নের পাকার মাথা এলাকায় গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী সোহেব ও সবুজের নেতৃত্বে তার ওপর হামলা করে। এসময় তিনিসহ ৫ জন আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাকে রক্ষা করতে এসে আহত হন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ও তছির মেম্বার। কবির বর্তমানে ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অপরদিকে সোহেবের ভাই জানান, তারা কবির চেয়ারম্যানের ওপর হামলা করেন নি। এলাকার মানুষ তাকে ধাওয়া করে। এদিকে রাতেই আহত চেয়ারম্যান প্রার্থীকে দেখতে জেলা আওয়ামী লীগের সম্পাদক আব্দুল মমিন টুলুসহ নেতারা যান।

অমিতাভ অপু/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।