পৌনে তিন ঘণ্টা পর গাজীপুরে মোজা কারখানার আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১০ জানুয়ারি ২০২৩

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের মোজা তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিটের চেষ্টায় আড়াই ঘণ্টা পর বিকেলে পৌনে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ধলাদিয়া গ্রামের গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড নামের মোজা তৈরি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল আল আরেফিন জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের ওই মোজা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। বিকেল পৌনে তিনটায় কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, কারখানার চারতলা ভবনে আগুন লাগে। ভেতরে পর্যাপ্ত অয়েল ও কেমিক্যাল ছিল, এছাড়াও মোজা কারখানায় সিনথেটিক জাতীয় পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগায় ভেতরে পর্যাপ্ত ধোঁয়া সৃষ্টি হয়েছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে এক যোগে কাজ শুরু করে।

তিনি বলেন, ওই কারখানার পাশে আরও কিছু ভবন ছিল, আমরা চেষ্টা করেছি আগুন যাতে পাশের ভবনে না ছড়িয়ে পড়তে পারে। এতে আমরা সফল হয়েছি। এখন আগুন ছড়ানোর কোনো সুযোগ নেই এবং ড্যাম্পিংয়ের কাজ চলছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ওই কর্মকর্তা। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।