অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনায় বাসে আগুন দিলেন জনতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১১ জানুয়ারি ২০২৩

গাজীপুরে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তাকওয়া বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এ ঘটনায় অটোরিকশাচালকসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার (১১ জানুয়ারি) বেলা পৌনে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

jagonews24

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউজ্জামান বলেন, বুধবার বেলা পৌনে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর মাহবুব ফিলিং এলাকায় তাকওয়া পরিবহনের একটি মিনি বাস চন্দ্রার দিকে যাচ্ছিল। এসময় উল্টো পথে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হলে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশাচালক ও পথচারীসহ মোট তিনজন আহত হয়। এসময় উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের মিনিবাসে আগুন ধরিয়ে দেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

jagonews24

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন বলেন, অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষ হলে উত্তেজিত জনতা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।

মো. আমিনুল ইসলাম/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।