সুলতান মেলার ফুসকার দোকানে চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০২:১৪ পিএম, ১২ জানুয়ারি ২০২৩

নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মেলার একটি দোকানে চাঁদা দাবি করে না পেয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে কয়েকজন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় দোকান মালিকসহ আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মেলার ‘রানা ভাইয়ের দই ফুসকা’র দোকানে এ ঘটনা ঘটে। দোকান মালিক মো. মনসুর রানা বাদী হয়ে নড়াইল সদর থানায় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে মামলা করেন।

পরে পুলিশ মামলার আসামি দক্ষিণ নড়াইলের নাছির উদ্দিনের ছেলে হাবিব বর্ষণ ও কামাল মোল্যার ছেলে অনিক মোল্যাকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: সুলতান মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা

মামলার বাদী মনসুর বলেন, সুলতান মেলায় দোকান দেওয়ার শুরু থেকে আমার কাছে জয়, মিজান, বর্ষণ, অনিকসহ কয়েকজন ১০ হাজার টাকা দাবি করে। আমি দিতে রাজি না হওয়ায় আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরই জেরে বুধবার সন্ধ্যায় আমার দোকানে এসে হামলা চালিয়ে ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষতি করে। এতে আমিসহ আমার দোকানের কর্মচারী নাজমুল, মাহফুজার, ডিপজল, জিহাদ, রানাসহ আটজন আহত হয়।

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু বলেন, হামলাকারীদের আমরা চিনি না এবং ছাত্রলীগের সঙ্গে তারা জড়িত না। আর জয়, মিজানসহ ভওয়াখালী গ্রামের কেউই সেখানে ছিল না।

আরও পড়ুন: নড়াইলে ১৪ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, বর্ষণ ও অনিককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

হাফিজুল নিলু/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।