নড়াইলের সাবেক তহসিলদারের ৮৪ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১২ জানুয়ারি ২০২৩

জালিয়াতির মাধ্যমে সরকারের টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় নড়াইলের সাবেক তহসিলদার নারায়ণ চন্দ্র বিশ্বাসকে পাঁচ মামলায় ৮৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) স্পেশাল আদালতের বিচারক মোহাম্মদ ছামসুল হক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুদকের আইনজীবী আশরাফুল আলম বিপ্লব জানান, জেলার আওড়িয়া ও চন্ডিবরপুর ইউনিয়নের তহসিলদার থাকাকালে জাল কাগজপত্র বানিয়ে চার লাখ ৬৬ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় নড়াইল সদর ভূমি অফিসের কানুনগো হাবিবুল্লাহ বাহার ২০০২ সালের ১০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনে মামলা করেন। বিষয়টি তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত পাঁচ মামলায় নারায়ণ চন্দ্র বিশ্বাসকে ৮৪ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মিলন রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।