ঝিনাইদহে অস্ত্রসহ শিবির সভাপতি আটক
ঝিনাইদহ সদর উপজেলার ছাত্র শিবিরের সভাপতি জহুরুল ইসলামকে (২৫) দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বুধবার ভোরে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি বিষয়খালী-হরিপুর থেকে আটক করা হয়। তিনি হরিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানায়, জহুরুল ইসলামের কাছে অস্ত্র আছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বিষয়খালী বাজারের আজিজ সুপার মার্কেটের সিঁড়ি কোটা থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়।
এসএস/এবিএস