শার্শায় ৮ জনের জেল-জরিমানা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৯:২০ এএম, ১৩ জানুয়ারি ২০২৩

ফসলি জমির মাটি বিক্রি ও সার কেলেঙ্কারির ঘটনায় আটজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিনভর অভিযান চালিয়ে এ আদেশ দেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।

আদালত সূত্র জানায়, বরাদ্দের সার অন্যত্র বিক্রি করায় উপজেলার বাগআঁচড়া বাজারের মেসার্স জনতা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ও গোগা বাজারের মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ফসলের জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে আরও ছয়জনকে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে মাটি বহনের একটি ট্রলি জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম জানান, সার কেলেঙ্কারির ঘটনায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন ফসলিজমি থেকে মাটি কাটার অভিযোগে শাহিন (২৩), রনি (২১), রিয়াজ (২২), মেহেদী হাসান (২২), আব্দুল কদির (২৩) ও ফিরোজকে (২৪) মোবাইল কোর্টের মাধ্যমে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়।

মো. জামাল হোসেন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।