প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়লেন শিমুল বিশ্বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:২২ এএম, ১৩ জানুয়ারি ২০২৩

মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ দিতে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় কেরাণীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি।

জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাত সাড়ে তিনটায় শিমুল বিশ্বাসের মা খোদেজা বিশ্বাস (৭৫) পাবনা শহরতলীর কুঠিপাড়ার নিজ বাড়িতে মারা যান। বৃহস্পতিবার রাত ১১টায় কুঠিপাড়া আহেদ আলী বিশ্বাস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে তার জানাজা শেষে দাফন করা হয় পাবনার আরিফপুর কবরস্থানে।

jagonews24

এর আগে বহুল আলোচিত ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে ৭ ডিসেম্বর নাশকতার মামলায় শিমুল বিশ্বাসকে নয়াপল্টনে বিএনপি অফিস থেকে আটক করা হয়। মায়ের মৃত্যুর সংবাদে জানাজায় অংশ নেওয়ার জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে।

আরও পড়ুন: প্যারোলে বেরিয়ে ২০ দিনের সন্তানের জানাজা পড়লেন যুবদল নেতা

আরও পড়ুন: ডান্ডাবেড়ি-হাতকড়া নিয়েই মায়ের জানাজা পড়ালেন বিএনপি নেতা

এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।