প্রেমিকার ছেলেকে খুন, ১১ বছর পর র‌্যাবের জালে আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩

প্রেমিকার ছেলেকে হত্যার ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. খোরশেদ আলমকে (৩৫) গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর কার‌্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৮টায় সিলেট জেলার শাহপরান থানা এলাকা থেকে খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার খোরশেদ আলম জেলার ফুলবাড়িয়া উপজেলার কেয়ার ছানা গ্রামের মো. সেকান্দর আলীর ছেলে।

আরও পড়ুন: মায়ের পরকীয়া প্রেমিকের লাঠির আঘাতে স্কুলছাত্রের মৃত্যু

এবিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ এ কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, ২০১২ সালে খোরশেদ আলম মানিকগঞ্জ জেলার উপজেলার বাহির খোলা গ্রামে সবুজ মোল্লা নামে এক ব্যক্তির পোল্ট্রি ফার্মে কাজ করতেন। কাজ করার সুবাদে একই গ্রামের আব্দুল হকের স্ত্রীর সঙ্গে তার পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। পরকীয়া সম্পর্কের বিষয়টি আব্দুল হকের ১২ বছর বয়সী ছেলে জাকির জেনে ফেলে। তাই ওই বছরের ৩ মার্চ তাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন খোরশেদ। হত্যার পর জাকিরের মরদেহ তাদের বাড়ির পিছনে ধান ক্ষেতে ফেলে রেখে চলে যায়।

এই ঘটনার পরদিন নিহত জাকিরের বাবা আব্দুল হক খোরশেদ আলমকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। পরবর্তীতে এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে ২০২২ সালের ২ নভেম্বর মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. খোরশেদ আলমকে যাবজ্জীবন সাজা দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন।

আরও পড়ুন: মামার সঙ্গে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী পলাতক

তিনি আরও বলেন, হত্যার পর দীর্ঘ ১১ বছর দেশের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে ছদ্মবেশে পালিয়ে ছিলেন খোরশেদ আলম। রায়ের পর গ্রেফতারি পরোয়ানা জারি হলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। খোরশেদ আলমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।