পটুয়াখালীতে লঞ্চ স্টাফদের মারামারি, একজন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩

পটুয়াখালী লঞ্চঘাটে এমভি সুন্দরবন-১৪ লঞ্চে স্টাফদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে লঞ্চের কেবিন ইনচার্জ আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে পটুয়াখালী লঞ্চঘাটে এ মারামারি ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের সুপারভাইজার মো. ইউনুস ও কেরানি মশিউরকে আটক করেছে পুলিশ।

jagonews24

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। কীভাবে ঘটনার সূত্রপাত এবং কীভাবে কী হলো সেসব বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে লঞ্চের সুপারভাইজার ইউনুস ও ক্যাশিয়ার মশিউরের সঙ্গে লঞ্চের কেবিন ইনচার্জ আব্দুর রাজ্জাকের কথা-কাটাকাটি হয়। এসময় মশিউর রাজ্জাকের কলার ধরে চড় মারেন। এতে রাজ্জাক অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে হাসপাতাল এলাকায় বিক্ষোভ করেন আব্দুর রাজ্জাকের শুভাকাঙ্ক্ষীরা।

আব্দুস সালাম আরিফ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।