১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত নন্দীগ্রাম মডেল মসজিদ উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১৬ জানুয়ারি ২০২৩

বগুড়ার নন্দীগ্রামে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ মসজিদ উদ্বোধন করবেন।

জানা গেছে, ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ বাস্তবায়ন করেছে সরকারের গণপূর্ত অধিদপ্তর। উপজেলা পরিষদ চত্বরে ৪০ শতাংশ জায়গার ওপর নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক তিনতলার দৃষ্টিনন্দন মডেল মসজিদ

মডেল এ মসজিদ নির্মাণে খরচ হয়েছে ১২ কোটি টাকা। নির্মাণশৈলীতে মুগ্ধ হবেন যে কেউ। বিশেষ করে রাতের অপরূপ আলোকসজ্জা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সৌন্দর্য বাড়িয়েছে।

jagonews24

বগুড়া গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক এ কেন্দ্রে নারী ও পুরুষদের পৃথক অজু ও নামাজ আদায়ের সুবিধা রয়েছে। এছাড়া লাইব্রেরি, গবেষণা ও দ্বীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কোরআন হেফজ, শিশুশিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ ও ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা।

আরও পড়ুন>> এক নজরে মডেল মসজিদ

ইমাম ও মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থাও রাখা হয়েছে এখানে। এ মডেল মসজিদে একসঙ্গে ৯০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

আরও পড়ুন>> আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন সোমবার

মুক্তার হোসেন, মোজাম্মেল হক, আব্দুল মতিনসহ কয়েকজন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি জানান, এ মসজিদে নামাজ আদায়ের জন্য তারা সবাই অপেক্ষায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত বলেন, নন্দীগ্রামের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণকাজ শেষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন। এরপর মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

আরও পড়ুন>> ঠাকুরগাঁওয়ের সেই মডেল মসজিদে জুমার নামাজে মুসল্লির ঢল

বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম শাহরিয়ার বলেন, ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ১২ কোটি টাকা। নির্মাণকাজ বাস্তবায়ন করেছে গণপূর্ত অধিদপ্তর।

এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।