রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চুরি, ২ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩

বাগেরহাটে তামার তারসহ ইফাজুল ইসলাম (১৮) ও মো. আবু হানিফ (১৮) নামের দুই যুবককে আটক করেছে খুলনা-৩ আনসার ব্যাটালিয়ন রামপাল ক্যাম্পের সদস্যরা।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে বিদ্যুৎ কেন্দ্রে অবস্থিত ফায়ার স্টেশনের পশ্চিম পাশে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তার কাটার সরঞ্জামাদি ও ছয় কেজি তামার তারসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন-গোপালগঞ্জের বানস্বরদী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. ইফাজুল ইসলাম (১৮) এবং কুষ্টিয়ার খাড়ারা এলাকার নায়েব আলী মণ্ডলের ছেলে মো. আবু হানিফ (১৮)। তারা উভয়েই দুই দিন আগে কাজের উদ্দেশ্যে কেন্দ্রে এসেছিল।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তামার তারসহ চোরাই চক্রের দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মালামালসহ আটকদের রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ৯ মাসে ৫০টির অধিক অভিযানে ৫৩ লাখ তিন হাজার ৮০০ টাকার চোরাই মালামাল ও ৩৩ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।