এসিল্যান্ডের ভয় দেখিয়ে চাঁদা আদায়, যুবকের জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩
দণ্ডপ্রাপ্ত যুবক মিনহাজুল ইসলাম

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি-এসিল্যান্ড) ভয় দেখিয়ে সেবা প্রত্যাশীদের কাছ থেকে চাঁদা আদায়ের অপরাধে এক যুবকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে গোদাগাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মিনহাজুল ইসলাম রাজশাহীর দুর্গাপুর উপজেলার মিরপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

এসিল্যান্ড সবুজ হাসান জাগো নিউজকে বলেন, সোমবার রাতে বেশকিছু মাটি কাটার মেশিন ও ট্রাক্টর আটক করে আমার অফিসে নিয়ে আসি। এ সুযোগে মঙ্গলবার সকালে মিনহাজ বিভিন্ন কায়দায় আমার ভয় দেখিয়ে মেশিন ও ট্রাক্টর মালিকদের কাছ থেকে চাঁদা নিচ্ছিলেন। একজনের কাছে তিনি ১০ হাজার টাকা দাবি করেন।

সবুজ হাসান আরও বলেন, জিজ্ঞাসাবাদে তিনি সাংবাদিক পরিচয় দেন। এ সময় তার কাছে থাকা ভোরের চেতনা নামের পত্রিকার প্রেস কার্ড পাওয়া যায়। তার কার্ডে মোবাইল করেসপন্ডেন্ট রাজশাহী লেখা ছিল। এমন নামের কোনো পত্রিকা বা সাংবাদিক আছে কি-না এ বিষয়ে খোঁজ নিয়েও মেলেনি। বুঝতে পারি তিনি সাংবাদিক পরিচয়ে প্রতারণা করছেন।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সাখাওয়াত হোসেন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।