ভাণ্ডারিয়ায় নির্বাচনের মাঠে শুধু বাবা-ছেলে


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বাবা ও ছেলে। বাবা মো. শাহাদাৎ হোসেন জাতীয় পার্টি জেপির মনোনীত ও তার সেজো ছেলে শামছুদ্দিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

শাহাদাৎ হোসেন সদ্য বিদায়ী চেয়ারম্যান। তিনি এর পূর্বেও ৯ বছর চেয়ারম্যান ছিলেন। জাতীয় পার্টি জেপির ভাণ্ডারিয়া উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক তিনি। তার বড় ছেলে মহিউদ্দিন মহারাজ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর এপিএস। মেঝ ছেলে মিরাজুল ইসলাম ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

হাসান মামুন/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।