আমার পরিবার ওবায়দুল কাদেরের কাছে ঋণী: সংস্কৃতি প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে শিল্পাচার্য জয়নুল আবেদীন এ লোকজ ও কারুশিল্প ফাউন্ডেশনের যাত্রা শুরু করেন। বঙ্গবন্ধু নিজ উদ্যোগে এখানে জায়গা বরাদ্দ দেন। এক সময় এ জায়গায় এমন বড় অট্টালিকা ছিল না, কোনো লাইব্রেরি ছিল না।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে মাসব্যাপী লোক-কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: শুরু হচ্ছে মাসব্যাপী কারুশিল্প মেলা

কেএম খালিদ বলেন, ওবায়দুল কাদেরের হাত ধরে রাষ্ট্র যেভাবে সমৃদ্ধ হয়েছে ঠিক তেমন সমৃদ্ধ হয়েছি আমরাও। আমার পরিবার তার কাছে ঋণী। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে চলে। তারপর তার (ওবায়দুল কাদের) হাত ধরে চলে। তিনি যেখানেই উপস্থিত হন দলের হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়ে অভ্যর্থনা জানাতে ছুটে আসেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এসএম রেজাউল করিম, বিশিষ্ট চিত্রশিল্পী মোহাম্মদ আবুল হাশেম খান, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ্-আল-কায়সার ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।