নড়াইলে ইটবোঝাই ট্রলিচাপায় প্রবাসী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩

নড়াইলের কালিয়ায় ইটবোঝাই ট্রলিচাপায় রুবেল মোল্যা (৩৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নে বোয়ালিয়ার চর মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। রুবেল কালিয়া উপজেলার চাদপুর গ্রামের আলী আক্কাস মোল্যার ছেলে।

আরও পড়ুন: শরীয়তপুরে ট্রাকচাপায় প্রবাসী নিহত 

পুলিশ ও স্থানীয়রা জানান, কলাবাড়ীয়া গ্রামের শফি উল্লাহ ইটবোঝাই ট্রলি নিয়ে যাচ্ছিলেন। ট্রলিটি বোয়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসার একটি মোটরসাইলের সংঘর্ষ হয়। এসময় চালক রুবেল মোল্লা নিহত হন।

এ ব্যাপারে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাফিজুল নিলু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।