নড়াইলে ইটবোঝাই ট্রলিচাপায় প্রবাসী নিহত
নড়াইলের কালিয়ায় ইটবোঝাই ট্রলিচাপায় রুবেল মোল্যা (৩৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নে বোয়ালিয়ার চর মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। রুবেল কালিয়া উপজেলার চাদপুর গ্রামের আলী আক্কাস মোল্যার ছেলে।
আরও পড়ুন: শরীয়তপুরে ট্রাকচাপায় প্রবাসী নিহত
পুলিশ ও স্থানীয়রা জানান, কলাবাড়ীয়া গ্রামের শফি উল্লাহ ইটবোঝাই ট্রলি নিয়ে যাচ্ছিলেন। ট্রলিটি বোয়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসার একটি মোটরসাইলের সংঘর্ষ হয়। এসময় চালক রুবেল মোল্লা নিহত হন।
এ ব্যাপারে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাফিজুল নিলু/আরএইচ/জিকেএস