বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
তিন যুগ পর চালু হলো অপারেশন থিয়েটার
তিন যুগ পর বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অপারেশন থিয়েটার। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় শহরের গোসাইপাড়ার আনন্দ শর্মার স্ত্রী প্রসূতি স্বর্ণা শর্মাকে অস্ত্রোপচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এটি চালু করা হয়।
লাল ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান তালুকদার, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক হাছিবুর রহমান ভুঁইয়া, বগুড়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজিব শাহরীন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি হাবিবর রহমান বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সবসময় মানুষের কল্যাণের কথা ভাবেন। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক অপারেশন থিয়েটার চালু করা হলো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী বলেন, অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে। তারা মনে করেন হাসপাতালে নরমাল ডেলিভারি করানো হয় না। কিন্তু তাদের ধারণা ভুল। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি করানো হয়। যদি কোনো গর্ভবতীর সন্তান প্রসবে সমস্যা দেখা দেয় তাহলে স্বাস্থ্য কমপ্লেক্সেই সিজারের ব্যবস্থা রয়েছে।
এসআর/জিকেএস