বগুড়ায় পিকআপ উল্টে মুরগি ব্যবসায়ী নিহত
বগুড়ার শেরপুরে মুরগিবোঝাই পিকআপ সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে খাইরুল ইসলাম (২৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হন।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মির্জাপুর ভাদরা এলাকায় এ ঘটনা ঘটে।
খাইরুল ইসলাম কাফুরা পশ্চিমপাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে। আহতরা হলেন- একই এলাকার জামাল হোসেন (৩৫), রায়হান (২৫), আবু সুফিয়ান (১৮) ও সোহান হাসান (২০)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই এলাকায় একটি পিকআপ মুরগিবোঝাই করে আঞ্চলিক সড়ক দিয়ে শেরপুরে দিকে যাচ্ছিল। এসময় ভাদরা স্কুল এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পিকআপটি উল্টে যায়। এতে পিকআপের নিচে পড়ে খাইরুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এসময় আরও চারজন আহত হন।
আরও পড়ুন: পিকআপ উল্টে মা-মেয়েসহ নিহত ৩
স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সাব অফিসার সিদ্দিকুর রহমান জানান, পিকআপটি বেপরোয়া গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে একজন নিহত হন। মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান।
আরএইচ/এএসএম