বাসায় ফেরার পথে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০১:২৯ এএম, ২১ জানুয়ারি ২০২৩
বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীকে (৬৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম পৌর এলাকার পোস্ট অফিস পাড়ায় নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।

পরে আহত অবস্থায় স্থানীয়রা ওয়াজেদ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম রসূলগঞ্জ (পোস্ট অফিস পাড়া) বাজার থেকে পায়ে হেঁটে নিজ বাসায় ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালের পথে রওনা হলে পথেই তিনি মারা যান।

নিহত ওয়াজেদ আলী পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুলের আপন মামা। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, ওয়াজেদ আলী কলেজের চাকরি থেকে অবসর নেওয়ার পর বেশিরভাগ সময় বাসাতেই কাটাতেন। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। তার এ হত্যাকাণ্ড এলাকাবাসী কিছুতেই মেনে নিতে পারছেন না। তার সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব বা পূর্বশত্রুতা ছিল বলেও তাদের জানা নেই।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। মরদেহ সুরতহালের জন্য প্রস্তুত করা হচ্ছে।

রবিউল হাসান/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।