নিখোঁজের ৯ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কের পাহাড়ি ঢালার ভেতর থেকে এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ৯ দিন আগে নিখোঁজ হয়েছিলেন।
শনিবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হোয়াইক্যং-শামলাপুর ঢালার ভেতর থেকে এ মরদেহ উদ্ধার হয়।
ইজিবাইকচালকে মোহাম্মদ (২০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড লেচুয়াপ্রাং এলাকার শাহ আলম ওরফে বাদশা মিয়ার ছেলে।
মোহাম্মদের বড় ভাই আমির হোসেন জানান, গত ১২ জানুয়ারি সকালে টমটম নিয়ে বের হওয়ার পর রাতে আর বাড়িতে ফিরে আসেননি তার ভাই। তাকে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে হোয়াইক্যং-শামলাপুর ঢালার ভেতর তার মরদেহ পাওয়া যায়।
তিনি আরও জানান, মরদেহ পাওয়ার পর দেখা যায় মোহাম্মদের হাতের আঙুল ও গলা কাটা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ হোয়াইক্যং-শামলাপুর ঢালার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে মরদেহ পাঠানো হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, কী তার মৃত্যু হয়েছে তা উদঘাটনে কাজ চলছে। এ ঘটনায় আপাতত অপমৃত্যু মামলা করা হবে।
সায়ীদ আলমগীর/এমআরআর/জেআইএম