নড়াইলে নিখোঁজের ৬ দিন পর রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২২ জানুয়ারি ২০২৩

নড়াইলে নিখোঁজের ছয়দিন পর ইয়াসিন মোল্লা (২২) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার আলোকদিয়া ঈদগাহ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার বিল্লাল মোল্যার ছেলে।

এর আগে গত ১৬ জানুয়ারি রাতে সুলতান মেলা দেখার কথা বলে বাসা থেকে মোটরসাইকেল
নিয়ে বের হন ইয়াসিন। এরপর তার খোঁজ মেলেনি। তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ
পাওয়া যায়। পরে তার বোন শিরিনা খানম ১৮ জানুয়ারি নড়াইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান জানান, ইয়াসিনের গলায় ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাফিজুল নিলু/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।