ছিনতাইকারীদের ধরতে গেলে ৩ পুলিশকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

গাজীপুরের টঙ্গী রেলস্টেশনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন রেলওয়ে পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এসময় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রোববার (২২ জানুয়ারি) বিকেলে টঙ্গী রেলস্টেশনে থেমে থাকা একটি ট্রেনের বগিতে এ ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শর্মা জানান, বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে ঢাকাগামী একটি স্পেশাল ট্রেনে একদল ছিনতাইকারী মুসল্লিদের কাছ থেকে টাকা পয়সা ছিনতাইয়ের চেষ্টা করছিল। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির তিন কনস্টেবল বিষয়টি টের পেয়ে ছিনতাইকারীদের ধরতে যান।
আরও পড়ুন: রাবিতে মোবাইল ফোন চুরি করতে গিয়ে আটক ২, পুলিশে সোপর্দ
এসময় চার ছিনতাইকারী মিলে রেলওয়ে পুলিশের তিন কনস্টেবল আকরাম, হুমায়ুন ও সানবীরকে ছুকিাঘাত করেন। এক পর্যায়ে তিন ছিনতাইকারী পালিয়ে গেলেও আক্তার হোসেন (৩০) নামের অপর এক ছিনতাইকারীকে আটক করা হয়।
ছিনতাইকারীদের হামলায় আহত তিন পুলিশ কনস্টেবলকে ঢাকায় পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আটক ছিনতাইকারীকে পাঠানো হয়েছে কমলাপুর রেলওয়ে থানায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই শর্মা।
মো. আমিনুল ইসলাম/কেএসআর