ময়মনসিংহে ৯ ইটভাটাকে ৪৬ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩

ময়মনসিংহে অভিযান চালিয়ে ৯টি ইটভাটা মালিককে ৪৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৩ জানুয়ারী) দিনব্যাপী জেলার মুক্তাগাছা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

অভিযানে মেসার্স সোহাগ ব্রিক্সকে ৫ লাখ, মেসার্স মুরাদ ব্রিক্সকে ৫ লাখ, মেসার্স বিবিসি ব্রিক্সকে ৫ লাখ, মেসার্স যমুনা ব্রিক্সকে ৬ লাখ, মেসার্স বলাকা-১ ব্রিক্সকে ৫ লাখ, মেসার্স বলাকা-২ ব্রিক্সকে ৫ লাখ, মেসার্স মাস্টার ব্রিক্সকে ৫ লাখ, মেসার্স সততা ব্রিক্সকে ৫ লাখ ও মেসার্স শাপলা ব্রিক্সকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, স্কুলের পাশে ও আবাসিক এলাকায় ইটভাটা গড়ে ওঠা, পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় কাগজ না থাকা এবং পরিবেশ অধিদপ্তর আইনের ৮ এর ৩ ক, ৫ এর ২ ধারা লঙ্ঘন করায় এসব জরিমানা করা হয়েছে। এছাড়াও ইটভাটাগুলো আংশিক গুড়িয়ে দেওয়া হয়েছে। এমন অভিযান চলবে বলেও জানান তিনি।

মঞ্জুরুল ইসলাম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।