কোনো এনজিও বেদে সম্প্রদায় নিয়ে কাজ করেনি: অতিরিক্ত আইজিপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩

সবাইকে বেদে সম্প্রদায়ের মানুষের পাশে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বলেছেন, বেদে সম্প্রদায় নিয়ে কোনো এনজিও কাজ করেনি। সবাই অন্যান্য সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন। তাদের পাশে এসে দাঁড়াতে হবে।

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ক মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বরিশাল জেলা পুলিশ এ আয়োজন করে।

অতিরিক্ত আইজিপি আরও বলেন, আগে বেদে সম্প্রদায়ের লোকজন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এখন তারা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরে এসেছেন। আমি আমার সাধ্যমতো বেদে সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। আমার দেখাদেখি এখন অনেকে এগিয়ে আসছেন।

শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা, বরিশাল জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক কে এস মহিউদ্দিন মানিক, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার-উজ-জামান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহজাহান হোসেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।