পুলিশ দেখে নদীতে ঝাঁপ, ৬ দিন পর মিললো মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরােজপুর
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

পিরােজপুরের ভান্ডারিয়ায় পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ছয় দিন পর শাওন হাওলাদার (১৬) নামের এক কিশােরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সােমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পানা নদীর এরশাদ সেতু সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়

শাওন হাওলাদার বরিশালের কোতোয়ালি এলাকার ওয়ার্কশপ ব্যবসায়ী হারেস হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি দিনগত গভীর রাতে কচা নদী সংলগ্ন স্থানীয় চিংগুরিয়া গ্রামের ডিগ্রির খালের গােড়ায় একটি লোহার ব্রিজের বিম চুরির সময় সাতজনকে আটক করে টহল পুলিশ। আটকদের মধ্যে একজন নদীতে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে নিখােঁজ হন। পরে ভান্ডারিয়া ও বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা পলাতক ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করেন। তবে সন্ধান না পেয়ে খােঁজাখুঁজি বন্ধ করে দেওয়া হয়। পরে ওই এলাকায় মাইকিং করে নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে পুলিশকে জানানোর জন্য অনুরাধ করা হয়।

নিখােঁজের ছয় দিন পর সােমবার সন্ধ্যার দিকে এরশাদ সেতু সংলগ্ন পানা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয় ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে. আশিকুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পিরােজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।