বগুড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর

বগুড়া সদর উপজেলার মহাস্থানগড় এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় হাসেন আলী নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় বাদশা মিয়া নামে আরেক ব্যবসায়ী আহত হন।
সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মহাস্থান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসেন ও বাদশা দুজনেই মহাস্থানের দীঘলকান্দী এলাকার বাসিন্দা। তারা একসঙ্গে মাছের ব্যবসা করতেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাসেন ও বাদশা দুজনেই রাস্তার পাশে দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় রংপুর থেকে আসা একটি অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। অসাবধানতাবশত অ্যাম্বুলেন্সটি দুই মাছ ব্যবসায়ীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাসেন আলী মারা যান। আর বাদশা মিয়াকে হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা।
এসআই এরশাদ আরও বলেন, এ ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স ফেলে চালক পালিয়ে যান। দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআরআর/জিকেএস