‘স্ত্রীর শোকে’ মানসিক ভারসাম্যহীন, ঘরে লাশ মিললো শিক্ষকের

বগুড়া সদরে নিজ শয়নকক্ষে শহিদুল ইসলাম (৫০) নামের এক মাদরাসাশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নামুজা সরদারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শহিদুল ইসলাম ওই এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে ও নামুজা ফাজিল মাদরাসায় শিক্ষকতা করতেন।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মন্তাজ আলী শিক্ষকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, প্রায় দেড় বছর আগে শহিদুল ইসলামের প্রথম স্ত্রী মারা যান। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। পরিবারের সদস্যরা শহিদুলের সুস্থতার জন্য দ্বিতীয় বিয়েও দেন। সম্প্রতি আরও কয়েক জায়গায় তার চিকিৎসা করানো হয়। শুক্রবার সকালে ফজরের নামাজ পড়া শেষে স্ত্রীকে রেখে তিনি অন্য ঘরে গিয়ে শুয়ে পড়েন। সকাল ৯টার দিকে দ্বিতীয় স্ত্রী ওই ঘরে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
এসআই মন্তেজ আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআর/এএসএম