ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা

ফাইল ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক তরুণী (২০) নিহত হয়েছেন। শনিবার (২৮ জানুয়ারি) উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস শমশেরনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় অজ্ঞাতপরিচয় এক তরুণী ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনটির ইঞ্জিনের বাম্পার তাকে টেনে অন্তত ৫০০ মিটার নিয়ে যায়।
আরও পড়ুন: ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
শমশেরনগর স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, প্লাটফর্ম এলাকায় তরুণী ট্রেনের নিচে ঝাঁপ দেয়। ইঞ্জিনের নিচের বাম্পার তাকে টেনে নিয়ে আপ হোম সিগনাল সংলগ্ন এলাকা ফেলে দেয়। ঘটনা শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।
আব্দুল আজিজ/আরএইচ/এমএস