বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, ৬ মাসের কারাদণ্ড

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে নিহার রঞ্জন রায় (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার গয়ারী গ্রামের স্বপন কুমার রায়ের ছেলে।
শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজে এলএলবি পরীক্ষা চলাকালে প্রতারণার অভিযোগে ওই যুবককে আটক করা হয়।
পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
এ বিষয়ে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এস এম আবদুল হালিম জাগো নিউজকে বলেন, শনিবার সকালে রাজেন্দ্র কলেজে এলএলবি পরীক্ষা চলাকালে ওই যুবক নিজেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন হল পরিদর্শন করতে চান। পরে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে জানতে পারি সে একজন প্রতারক।
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা জাগো নিউজকে বলেন, কর্মকর্তা পরিচয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজে গিয়ে প্রতারণা করে আসছিলেন ওই যুবক। আমরা তাকে ভুয়া শনাক্ত করার পর জেলা প্রশাসনকে জানাই। পরে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন প্রতারণার মাধ্যমে পরীক্ষার হল থেকে পরীক্ষার্থী ও শিক্ষকদের মোবাইলফোন নিয়ে পালিয়ে যেতেন তিনি।
এন কে বি নয়ন/এমআরআর/জেআইএম