বিদ্যালয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সচাপায় প্রাণ গেলো শিক্ষার্থীর

চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী লাশবাহী অ্যাম্বুলেন্সের চাপায় নিহত হয়েছে স্কুলছাত্রী মাসাপ্রু মারমা (৭)।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গবামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাসাপ্রু মারমা মানিকছড়ির দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার মেয়ে। সে মানিকছড়ির গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরও পড়ুন: বোনের সঙ্গে বিচ্ছেদের খবরে ক্ষুব্ধ শ্যালক, দুলাভাইকে পিটিয়ে হত্যা
গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন, আমি অফিস বসা অবস্থায় মাঠে স্কুলমুখী ছাত্রদের চেঁচামেচি শুনে বের হয়ে দেখি রাস্তায় অসংখ্য মানুষ ভিড় করে আছে। কাছে যেতেই দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মাসাপ্রু।
মানিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশবাহী অ্যাম্বুলেন্সটির চালক জনরোষ ঠেকাতে পালিয়ে গেছে। অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মুজিবুর রহমান ভুঁইয়া/জেএস/জিকেএস