রোহিঙ্গারা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে: র‌্যাব ডিজি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে রোহিঙ্গারা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ভুয়া পাসপোর্টে বিদেশ পালিয়ে যাচ্ছে। র‌্যাব এগুলো প্রতিরোধে কাজ করছে।

তিনি বলেন, পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠন রয়েছে। এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এসব প্রতিরোধ করা হবে। জঙ্গি সংগঠনগুলো এখন কোরআন ও হাদিসের মিথ্যা ব্যাখ্যা দিয়ে এবং সোশ্যাল মিডিয়া দিয়ে উঠতি বয়সী তরুণদের মগজ ধোলাই করছে।

র‌্যাবপ্রধান আরও বলেন, নির্বাচনের বছরে আন্দোলন হবে, সরকারবিরোধী দল মাঠে থাকবে এটা স্বাভাবিক। তবে আমরা গণতন্ত্রের ধারা অব্যাহত থাক সেই দিকনির্দেশনা মোতাবেক কাজ করবো।

এর আগে তিনি এক হাজার নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র করেন।

সাখাওয়াত হোসেন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।