কলেজছাত্রী অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার


প্রকাশিত: ০৭:২২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে উত্তম চন্দ্র বর্মন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের দামোদরপুর গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার উত্তম চন্দ্র ওই গ্রামের দুলাল চন্দ্র বর্মনের ছেলে। তবে ওই কলেজছাত্রী অপহরণের ছয় দিন অতিবাহিত হলেও অপহৃতকে উদ্ধার বা অপহরণকারী গণেশ চন্দ্র বর্মনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সাদুল্যাপুর থানা সূত্র জানায়, দামোদরপুর গ্রামের ফনি চন্দ্র বর্মনের ছেলে শারীরিক প্রতিবন্ধী গণেশ চন্দ্র বর্মন (২৮) পার্শ্ববর্তী গ্রামের ওই ছাত্রীকে (১৯) সেনাবাহিনীতে কর্মরত সৈনিকের সঙ্গে বিয়ে দেয়ার প্রলোভন দেখান। ওই সুযোগে গণেশ চন্দ্র বিভিন্ন সময় ওই ছাত্রীর বাড়িতে যাতাযাত করতেন। পরে গণেশ চন্দ্র বিয়ের কথা বলে ওই ছাত্রীকে ২০ ফেব্রুয়ারি বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যান। ঘটনার পরের দিন তার বাবা অপহরণের অভিযোগে গণেশ চন্দ্রসহ অজ্ঞাত আর ৪-৫ জনকে আসামি করে সাদুল্যাপুর থানায় একটি অপহরণ মামলা করেন। ঘটনার পর কলেজছাত্রীকে উদ্ধার করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গণেশ চন্দ্রের চাচাত ভাই উত্তম চন্দ্র বর্মনকে গ্রেফতার করা হয়।

সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী গণেশ চন্দ্র বর্মনকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

অমিত দাশ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।