নড়াইলে ২৫০০ অসহায়কে কম্বল দিলেন সেনাপ্রধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩
আসহায়দের হাতে কম্বল তুলে দেন মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহম্মদের পক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলায় অসহায়দের কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫০০ অসহায়কে কম্বল দেন পদ্মা সেতু রেল প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ।

এছাড়া একই মাঠে তিন হাজার অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এস এম মহসিন হোসেন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূঁইয়া, মিলু শরীফ, মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদুল হক মল্লিক, হিসাম উদ্দিন, নুরুজ্জামানসহ অনেকে।

হাফিজুল নিলু/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।