মুন্সিগঞ্জে সোনার দোকানে ডাকাতি, গ্রেফতার ১৫

মুন্সিগঞ্জের বালিগাঁও বাজারের ১১ দোকানে ডাকাতির ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ২০ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে ডাকাতির ঘটনায় রহস্য উদঘাটন বিষয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন।
পুলিশ সুপার বলেন, ঘটনার পর ডাকাতচক্রের সদস্যদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। বিশেষ তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলের ফুটেজ, জিপিএস ট্র্যাকিংসহ পার্শ্ববর্তী জেলার ডাকাতি মামলা পর্যবেক্ষণ করে ২২জন জড়িত থাকার বিষয় নিশ্চিত হওয়া যায়। এরমধ্যে অভিযানে এপর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে ১১ দোকানে ডাকাতি, অর্ধশত ভরি সোনা-টাকা লুট
গ্রেফতাররা হলেন- শফিকুল ইসলাম(২৭), মো. ফরিদ হাওলাদার (৪৫), মো. আনোয়ার হোসেন (৪২), আব্দুর সোবহান ঢালী (৩২), কামাল খান (৪১), মো. দেলোয়ার খলিফা (৩৭), মো. ফারুক খা (২১), মো. কালু হাওলাদার (৩৮), হিরণ তালুকদার (৪৩) মিলন খলিফাদের (৩১), শাহীন শেখ (২২), সিরাজুল মাদবর (২৮), মো. ইমরান মাদবর (২৬), সবুজ খা (৩০) এবং মো. শাহীন শিকদারদেরকে (৩২) গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে ১০জন ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের কাছ থেকে একটি তালা কাটার যন্ত্র, দুটি সাবল, দুটি লোহার রড, একটি স্ক্রু ড্রাইভারসহ ১০ হাজার টাকা ও ব্যবহৃত স্পিডবোট জব্দ করা করা হয়। গ্রেফতার ডাকাতদের মধ্যে আটজন মাদারীপুর, ছয়জন শরীয়তপুর ও একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বাকি আসামিদের গ্রেফতারের তৎপরতা চলছে।
আরও পড়ুন: শহর ছাড়লো জেসির পরিবার, ১১ দিনেও অধরা প্রধান আসামি
এর আগে ২৯ ডিসেম্বর টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের ডাকাতির ঘটনা ঘটে। এতে ৩৭ ভরি সোনা, ২৭০ ভরি রূপাসহ ৪০ লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাতরা। এঘটনায় ৩০ ডিসেম্বর গুকুল দাস নামের এক সোনা ব্যবসায়ী টঙ্গীবাড়ী থানায় মামলা করেন।
আরাফাত রায়হান সাকিব/জেএস/জেআইএম