ঘরে আটকে রেখে স্ত্রীকে নির্যাতন, উদ্ধার করলো পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩

কুড়িগ্রামের চিলমারীতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে স্বামীর নির্যাতনের শিকার এক গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের আকন্দপাড়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

নির্যাতনের শিকার গৃহবধূর নাম স্বপ্না রানী। তিনি তেলিপাড়া এলাকার রফিয়েল হকের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বপ্না রানীকে তার স্বামী হাফিজুর রহমান ঘরের ভেতর আটকে রেখে শারীরিক নির্যাতন করেন। খবর পেয়ে গৃহবধূর পরিবারের লোকজন এলেও তাদের বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে ওই গৃহবধূ ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে তাকে উদ্ধার করে পুলিশ।

চিলমারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে মৌখিক অভিযোগের সত্যতা পাওয়া যায়। গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে এসে পরিবারের কাছে দেওয়া হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ওই নারীকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ফজলুল করিম ফারাজী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।