নড়াইল আইনজীবী সমিতির সভাপতি হিরু, সম্পাদক আসাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১০:৩৫ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩
সভাপতি অ্যাডভোকেট এএফএম হেমায়েতুল্লাহ হিরু ও সাধারণ সম্পাদক শেখ তায়েব আলী আসাদ

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এএফএম হেমায়েতুল্লাহ হিরু ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ তায়েব আলী আসাদ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয় হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলেছে। এতে ১৪২ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান কায়েস।

আরও পড়ুন: নওগাঁ আইনজীবী সমিতির সভাপতি পিটু, সম্পাদক রাজ্জাক

এ নির্বাচনে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম টিটু, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ইসরাফিল খবির রাজু, গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মিশকাতুর রহমান সজীব, আইন ও সমাজকল্যাণ সম্পাদক পদে অ্যাডভোকেট লাভলী আকতার এবং সদস্য পদে অ্যাডভোকেট বিএম মতিউর রহমান, অ্যাডভোকেট মো. টুটুল সিকদার, অ্যাডভোকেট খন্দকার ওয়ালিউল মাসুদ কোটন, অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলাম প্রিন্স ও অ্যাডভোকেট রওশান আরা বেগম নির্বাচিত হয়েছেন।

হাফিজুল নিলু/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।