রূপগঞ্জের সমাবেশস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:১৮ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ১১টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে স্বাগত জানান।

এদিন জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রূপগঞ্জের পূর্বাচল সেক্টর ৪-এ পাতাল মেট্রোরেলের ডিপো ও লাইন নির্মাণ কাজের উদ্বোধন করবেন সরকারপ্রধান। এরপর সুধী সমাবেশে ভাষণ দেবেন তিনি।

আর প্রধানমন্ত্রীর এই সমাবেশ কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।