সন্তানদের জন্য কেনা নতুন কাপড় নিয়ে বাড়ি ফেরা হলো না মাহমুদের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ১২:১৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩
ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান মাহমুদ

কুমিল্লা থেকে সন্তানদের জন্য কেনা নতুন কাপড় নিয়ে বাড়ি ফেরা হলো না হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা রাজমিস্ত্রি মাহমুদ মিয়ার (৪০)। ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন তিনি।

ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, অভাব অনটনের সংসারে জীবিকার তাগিদে বাড়িতে স্ত্রী ও শিশু সন্তান রেখে কুমিল্লায় রাজমিস্ত্রির কাজ করতেন মাহমুদ। বাড়ি যাবেন। তাই বাচ্চাদের জন্য নতুন কাপড় নিয়ে বুধবার কুমিল্লা থেকে পাহাড়িকা ট্রেনে বাড়ি আসার জন্য রওয়ানা হন।

দুপুর ২টার দিকে ট্রেনটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে থামলে মাহমুদ নামতে গিয়ে হোঁচট খেয়ে ট্রেনের নিচে পড়ে যান। ট্রেন ছাড়লে তার পা কাটা পড়ে। তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাদশা জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অসাবধানতাবশত মাহমুদ মিয়া ট্রেনের নিচে পড়ে যান। সকালে ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।