বরিশালে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আটক ১


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

বরিশাল নগরীর কালুশাহ্ সড়ক এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় মুক্তা (৯) নামে এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় গৃহকর্তার নির্যাতন সইতে না পেরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে।

 শিশুটির শরীরে নির্যাতনের চিহ্ন থাকায় তাৎক্ষণিকভাবে গৃহকর্তা নুরুল আহাদ রানাকে আটক করে পুলিশ। মুক্তা ভোলার মাঝি ও তাছলিমা সুরমার মেয়ে বলে জানায় পুলিশ।
 
প্রতক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কালু সড়কের পাশে দাঁড়িয়ে কাঁদছিল শিশুটি। সে রিকশাওয়ালাদের যেদিক ইচ্ছে সেদিকে নিয়ে যাওয়ার আকুতি করছিল। এসময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।
 
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার এসআই দেলোয়ার হোসেন জানান, দুই বছর ধরে শিশুটি নূরুল আহাদ রানার বাসায় গৃহকর্মীর কাজ করছিল। প্রায়ই তাকে নির্যাতন করা হতো। শুক্রবারও রানা ও তার স্ত্রী নুসরাত পিংকি লাঠি দিয়ে পেটায়।

খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং নির্যাতনের অভিযোগে রানাকে আটক করে। এ ঘটনায় রানা এবং তার স্ত্রীকে আসামি করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সাইফ আমীন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।