৭০০ টাকা পাওনা নিয়ে বাগবিতণ্ডা, প্রাণ গেলো ওষুধ ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০২:১৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পাওনাদারের হামলায় আব্দুর রাজ্জাক (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় জাবেদ আলী নামের সাবেক এক ইউপি সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রাজ্জাক ওই গ্রামের বাসিন্দা। আহত জাবেদ আলী সম্পর্কে রাজ্জাকের চাচা।

এলাকাবাসী জানান, ওষুধ ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের চাচা সাবেক ইউপি সদস্য জাবেদ আলীর কাছে একই এলাকার হাসেন মুন্সীর ছেলে জহুরুল মুন্সী ৭০০ টাকা পেতেন। এ নিয়ে বৃহস্পতিবার সকালে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জহুরুলসহ তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে রাজ্জাক ও তার চাচা জাবেদ গুরুতর আহত হন।

তাদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। জাবেদ আলীকে আশঙ্কাজনক অবস্থায় বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসাইন জাগো নিউজকে বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জের ধরে রাজ্জাক নামের এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। তার চাচা সাবেক ইউপি সদস্য আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আল-মামুন সাগর/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।