পাহাড়িকার ইঞ্জিন বিকল, ঢাকা-সিলেট-চট্টগ্রামে রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের গিয়ার ভেঙে চট্টগ্রাম-সিলেটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সোয়া ৫টার দিকে আখাউড়ার বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম শিকদার জানান, সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস বিকেল সোয়া পাঁচটার দিকে আখাউড়া স্টেশনের আউটারে প্রবেশের সময় ইঞ্জিনের গিয়ার ভেঙে বিকল হয়ে পড়ে। এতে করে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেলপথের যোগাযোগ বন্ধ রয়েছে। সে সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে সিলেটসহ বিভিন্ন অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া থেকে অতিরিক্ত ইঞ্জিন যাওয়ার পর ট্রেন চলাচল শুরু হবে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটে নি।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।