অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যবসায়ীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:২৩ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিভিন্ন মেয়াদে তিন বালু ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার করতোয়া নদীর বোয়ালিয়া হাওয়াখানা পয়েন্টে অভিযান চালিয়ে তাদের এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন।

দণ্ড প্রাপ্তরা হলেন- চন্ডিপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে জুয়েল মিয়া (৩৮), সাদেকুল ইসলামের ছেলে ইব্রাহীম (২২) ও লাল মিয়ার ছেলে মো. আসিফ মিয়া (২১)।

আরও পড়ুন: মায়ের আবেদনে সেই মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী জুয়েল মিয়াকে তিনমাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন। এছাড়া ইব্রাহীম ও আসিফ মিয়াকে ১৫ দিন করে কারাদণ্ড ও ৫০ হাজার করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।