কুষ্টিয়ার হেম আশ্রমে তুরস্কের রাষ্ট্রদূত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

লালন দর্শনে বিশ্বাসী ফরাসি নাগরিক দেবরাহ জান্নাতের আমন্ত্রণে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রগাপুর সীমান্তে হেম আশ্রম পরিদর্শন করেছেন। সেখানে তিনি দীর্ঘ সময় অবস্থান করেন।

রোববার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে হেলিকপ্টার যোগে হেমাশ্রমে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

হেম আশ্রম অঙিনায় একটি আম গাছের চারা রোপণ করেন রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। লালন দর্শন সম্পর্কে জানতে প্রবীণ সাধু দরবেশ নহির ফকিরের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাধুদের পরিবেশনায় হেমাশ্রমে লালনের কয়েকটি গান শোনেন তিনি।

jagonews24

এসময় ফরাসি নাগরিক দেবরাহ জান্নাত, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল জব্বার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।