কুষ্টিয়ায় মাদক কারবারির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক মামলায় খবির উদ্দিন (৪৪) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জানান, খবির উদ্দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কান্দিরপাড়া এলাকার মৃত আলিম উদ্দিন মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

jagonews24

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৬ অক্টোবর রাত ৯টার দিকে দৌলতপুর উপজেলার কান্দিরপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে খবির উদ্দিনের কাছে থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব দল।

মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম। সাক্ষ্যপ্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

আল-মামুন সাগর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।